January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 9th, 2024, 8:34 pm

নতুন চমক নিয়ে আসছেন এস ডি রুবেল

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এস ডি রুবেল। কামরুল নান্নুর কথায়, মুরাদ নূরের সুরে ‘ঢাকা’ শিরোনামের গানটি সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এস ডি রুবেল ফাউন্ডেশন থেকে প্রকাশিতব্য গানটির ভিডিও পরিচালনা করেন সৌমিত্র ঘোষ ইমন। নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, সংস্কৃতির অন্য সেক্টরে কাজ করলেও গানই আমার অস্তিত্ব! আমার প্রশান্তির জায়গা। নতুন গান প্রকাশের আনন্দ বরাবরই সন্তান জন্ম দেওয়ার অনুভূতি দেয়। আমার জানামতে ঢাকার ঐতিহ্যবাহী সব লোকেশন নিয়ে এভাবে কোনো গান এখনো প্রকাশিত হয়নি।

রাজধানী ঢাকার উন্নয়ন ঐতিহ্যের চিত্র গানে ফুটে উঠেছে। ছোট ভাই মুরাদ নূর কম্পোজিশনে মেধার প্রমাণ দিয়েছে। ভালোবাসা দিবস থেকে শুরু করলাম, এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবো। এ গানের এজন্যই বেঁচে আছে এস ডি রুবেল। সবার আশীর্বাদ চাই। ঢাকা প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, এস ডি রুবেল আমার অভিভাবক, প্রিয় শিল্পী। বড় ভাইয়ের কণ্ঠে নিজের সুর তুলে দেওয়াটা ভীষণ আনন্দের। বিশ্বাস করি আমাদের প্রথম সৃষ্টি অধিকাংশ মানুষেরই ভালো লাগবে। আসছে ভালোবাসা দিবসে এস ডি রুবেল ফাউন্ডেশন থেকে গানটি সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।