January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 14th, 2021, 7:36 pm

শিল্পীর ভূমিকায় হাজির হলেন ঐশী

অনলাইন ডেস্ক :

২০১৭ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনামগঞ্জের মেয়ে রাকিবা ইসলাম ঐশী। এখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে রাগ সংগীতে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে পড়ছেন। ১২ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে এই সুকণ্ঠীর নতুন গানচিত্র ‘বাঁশি বাজে দূরে’। মোঃ শহীদুর রহমানের কথায় গানটির সুর করেছেন সুনামগঞ্জেরই সন্তান অলক বাপ্পা। সংগীতায়োজনে সুমন কল্যাণ। স্টুডিও ভার্সন আকারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুম সবুজ। এতে শিল্পীর ভূমিকায় হাজির হয়েছেন ঐশী। এটি প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের ব্যানারে। ঐশী বলেন, ‘মৌলিক গানের কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কারণ মৌলিক গানই একজন কণ্ঠশিল্পীর আসল পরিচয়। আর অলক বাপ্পা দাদার সুর আমার অসম্ভব প্রিয়। তার সুরে আমার গান গাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। সুমন কল্যাণ দাদাও খুব যতœ নিয়ে কাজটি করেছেন। সব মিলিয়ে এই গানটি আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’