চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজা জব্দ এবং এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের রেহাইচর এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল (২৫) সদর উপজেলার বাখের আলী বিশ্বনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
দুপুরে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার সকাল ৭টার দিকে টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা বহনের সময় জুয়েলকে আটক করে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫