January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 7:51 pm

গাইবান্ধায় আগুনে পুড়ে গেছে ১২ দোকান

গাইবান্ধা সদর উপজেলায় আগুনে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি মুদি দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান ও একটি সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম রেজা জানান, রাত সাড়ে ১১টার দিকে দরিয়াপুর বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় স্টেশনের দমকল কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা হতে পারে।

ফায়ার সার্ভিস জানায়, কারণ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ জানতে অনুসন্ধান চলছে।

—-ইউএনবি