January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 8:30 pm

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন যিনি

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো হবে না তাঁর। ২০১৮ সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে প্রেসিডেন্ট পদে আরিফ আলভি মনোনয়ন পান। সে বছর ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। কিন্তু দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আলভি প্রেসিডেন্ট পদে থেকে যান।

জিও নিউজ বলছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভি সুযোগ হারাবেন। সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। এর এক সপ্তাহ আগে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্র: জিও নিউজ