January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 8:35 pm

নিউ ইয়র্কের পাতাল রেলে গোলাগুলি, হতাহত ৫

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত। স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিউ ইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত।

তিনি আরও বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্র: আল জাজিরা উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কের পাতাল রেলে এই ধরণের হামলার ঘটনা অনেকাংশে বেড়েছে। দেশটির পুলিশের দেয়া তথ্য মতে, ২০২৩ সালে ৫৭০ বার পাতাল রেলে হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও বারে বারে কেন পাতাল রেলে হামলার ঘটনা ঘটছে তার কোনো কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।