চট্টগ্রাম প্রতিনিধি :
হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের অভিযোগে চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
বিষয়তি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, ২৬ এবং ২৭ মার্চের ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আগেই ১০টির বেশি মামলা রয়েছে।

আরও পড়ুন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট