December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 15th, 2021, 11:24 am

জামায়াতের শীর্ষ নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি :

হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের অভিযোগে চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

বিষয়তি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, ২৬ এবং ২৭ মার্চের ঘটনায় দায়েরকৃত অন্তত ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আগেই ১০টির বেশি মামলা রয়েছে।