চট্টগ্রামের মীরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে এক মেডিকেল কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খৈয়াছড়া ঝর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আল শাহরিয়ার আনাস (২২) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শাহরিয়ারসহ তার ৭ বন্ধু মিলে খৈয়াছড়া ঝর্ণায় যায়। ঝর্ণার উপর থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার।
পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীদের অভিযান শুরু করে। বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘খবর পেয়ে খৈয়াছড়া ঝর্ণার কূপ থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ধারণা করছি, ছেলেটি পা পিছলে নিচে পড়ে মারা গেছেন।’
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত মেডিকেল কলেজ শিক্ষার্থীর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন