রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর মামলায় চার দিনের রিমান্ড শেষে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
গত ১৩ ফেব্রুয়ারি আশফাকুল ও তার স্ত্রী তানিয়ার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার জামিনের আবেদন করেন।
গত ৭ ফেব্রুয়ারি রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাদের তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
মৌলভীবাজারের লোকেশ উরাংয়ের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি উরাং রাজধানীর মোহাম্মদপুরের আশফাকুলের একটি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ৬ ফেব্রুয়ারি ওই ফ্ল্যাট থেকে পড়ে মারা যায় প্রীতি। দু’বছর ধরে আসফাকুলের বাড়িতে কাজ করছিল সে।
প্রীতির মৃত্যুর পর তার বাবা লোকেশ উরাং বাদী হয়ে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি