অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেলিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লুৎফর রহমান (৪০), রহিমা বেগম (৪৫), আকাশ মিয়া (৩০) ও নাজমুল হাসান (৩৫)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সখীপুর থেকে একটি সিএনজি গোড়াইয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে, একটি ট্রাক গোড়াই থেকে সখীপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই