জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের উপদেষ্টা রাবিয়া বেগম।অপরাজিতার জেলা কর্মসুচি সমন্বয়কারী রঞ্জিতা দাস পুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অপরাজিতা নেটওয়ার্কের সহসভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ক্ষ্যান্ত রানী রায়, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি নিলুফা বেগমসহ ইউপির সংরক্ষিত সদস্য, ওয়ার্ড সদস্য, ইউপি সচিব ও উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সদস্যগণ। মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, অপরাজিতা নেটওয়ার্কের সদস্য, অপরাজিতার জেলা ইভালুয়েশন এন্ড মনিটরিং অফিসার ফয়সাল হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রজেক্টরের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের কার্যক্রম উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত