গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে এখনও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, সকাল ৬টার সময় গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল মুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারী চালিত অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সহ পাঁচজন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে আহতদের তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন