রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকার সুতা কারখানায় লাগা আগুন দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে টিনশেড পাটের সুতার কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
—-ইউএনবি

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার