জেলা প্রতিনিধি:
বরিশাল বানারীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি সেতু ভেঙে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাথরবোঝাই ট্রাকটি পিরোজপুর থেকে বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। ওই সেতু দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি সেতুটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, সেতুটি ভেঙে খালে পড়ে রয়েছে। ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না।
আরও পড়ুন
সন্তান দত্তক নেবেন জয়া!
বাড়ছে ডেঙ্গু, তিন দিনে হাজারের বেশি হাসপাতালে
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন