অনলাইন ডেস্ক :
‘দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই। হোক তা নাটক কিংবা সিনেমা। আমি ভীষণভাবে কৃতজ্ঞ সকল শ্রেণির দর্শকের প্রতি, আমার সকল নাটক-সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী ও ইউনিটের সকলকে। বিশেষ দিনে একজন অভিনেতার জন্য নতুন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে সুন্দর আর কী হতে পারে।’-জন্মদিনে নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা সজল। নাটকের পাশাপাশি সিনেমাতে দারুণ মুন্সিয়ানা দেখাচ্ছেন অভিনেতা সজল। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘জীবনের খেলা’ সিনেমায়। ছবিটিতে কেমন চরিত্রে দেখা যাবে সজলকে?-এমন প্রশ্নে তিনি বলেন, ‘অপেক্ষা করা যাক। তবে অনেক চমক থাকবে।’
জানা গেছে, শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হবে। ওয়ালিদ আহমেদ পরিচালিত সিনেমাটিতে সজলের নায়িকা হিসেবে থাকছেন সিন্ডি রোলিং। উল্লেখ্য, সজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমায় তিনি একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘জি¦ন’ সিনেমা দিয়ে পেয়েছেন ব্যবসায়িক সাফল্যও। পূজা চেরীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে শুরুতে অনেক নেতিবাচক আলোচনা হলেও সজল প্রমাণ করেছেন চরিত্র অনুযায়ী তিনি নিজেকে গড়ে নিতে পারেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত