January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 22nd, 2024, 3:40 pm

সাভারে জমি দখলে বাঁধা দেওয়ায় ৩জনকে কুপিয়ে আহত

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারে জমি দখলে বাঁধা দেওয়ায় ৩জনকে কুপিয়ে আহত করেছে ভূমিদস্যুরা।

বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে সাভার মডেল থানায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছেন ফকির চাঁন, মনোয়ারা বেগম ও জুল হোসেন।

অভিযোগ সূত্রে জানাযায়, ওই এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত বুদ্ধু চাঁনের নেতৃত্বে ১৫-১৬ জনের একদল ভূমিদস্যু দেশিয় অস্ত্র নিয়ে সকালে জমি জবর দখল করতে গেলে জমির মালিক ফকির চাঁন বাঁধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় আঘাত করে । এসময় মনোয়ারা ও ছেলে জুল হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে মনোয়ারা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইন যাহার মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা নিয়া যায়। । আহতদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফকির চাঁনের অবস্থা আঙ্কাজনক বলে জানাগেছে।

এঘটনায় অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত কালা চাঁনের ছেলে বুদ্ধু চাঁন (৫৫), দুদু মিয়ার ছেলে সোহেল (৩০), ইলিম চাঁনের ছেলে জহির মিয়া (৩৭), মৃত দুদু মিয়ার ছেলে সামাদ (৩৬), মৃত ইব্রাহিমের ছেলে বালু চাঁন (৫০), বাল্লু চাঁনের ছেলে ইসমাইল (২৬), সুরুজ মিয়ার ছেলে এসেক মিয়া (৪৩), মৃত ইব্রাহীমের ছেলে আলমগীর হোসেন (৩৬), জাহাঙ্গীর (৩৮), ইলিম চাঁনের ছেলে শুক্কু মিয়া (৪৩), মোক্তার হোসেনের ছেলে কুটি মিয়া (৪৮), এবং খারশেদের ছেলে আনছার আলীসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।