January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 23rd, 2024, 7:21 pm

রিটার্ন দাখিল না করা বাড়ি-ফ্ল্যাট মালিকদের খুঁজে বের করা হবে: এনবিআর চেয়ারম্যান

আয়কর রিটার্ন দাখিল করেননি এমন বাড়িওয়ালা ও ফ্ল্যাট মালিকদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) এনবিআর কার্যালয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

বৈঠকে বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সংগ্রহের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করে ই-ক্যাব। প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রতিনিধি শাহীন হাসান ও জাহাঙ্গীর আলম শোভন।

ই-ক্যাব নেতারা জানান, তারা এ জন্য বাড়িওয়ালাদের নোটিশ দিলেও মাত্র ৩০ শতাংশ রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিয়েছেন।

ফলে বাড়ি ভাড়া বাবদ ৩০ শতাংশ কর দিতে হচ্ছে তাদের।

এমন প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ঢাকা ও চট্টগ্রামের বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এনবিআর দেখবে তাদের আয় কত, কত কর দিতে হয়। তাদের রিটার্ন জমা দিতে হবে।’

—-ইউএনবি