প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ভারতের তামিলনাড়ু থেকে নারিকেল নিয়ে ভারতীয় দুইটি ট্রাক বাংলাদেশে আসে।
হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ভারত থেকে প্রতি মেট্রিক টন নারিকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার। বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স নাসাত ট্রেডার্স এই নারিকেল আমদানি করে।
বন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।
হিলি স্থলবন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তারা জানান, এই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর