January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 26th, 2024, 7:57 pm

আস্থা রাখা যায়, এমন মানুষ খুঁজছেন মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক :

গেল ক’দিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানান, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি স্বামী রকিব সরকার। জানিয়েছেন, সময় হলেই বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলবেন তিনি। আর এসব তথ্য তারাই জানিয়েছেন ফেসবুকের সুবাদে। বিচ্ছেদ ঘোষণার পর মাহির একাধিক ফেসবুক পোস্টকে ঘিরে নেটদুনিয়ায় রহস্য দানা বেঁধেছে। হচ্ছে নানা আলোচনা-সমালোচনাও। আর এসব আলোচনার কেন্দ্রে রয়েছে রাকিব-মাহির আবেগঘন পাল্টাপাল্টি স্ট্যাটাস। ক’দিন আগেই মাহি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একা একা লাগে।’ আবার কখনো এই নায়িকা বলেছেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ এবার মাহি জানালেন, আস্থার জায়গা খুঁজছেন তিনি।

সোমবার ফেসবুকে মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে। একটুখানি যতœ নিও ছেলে।’ এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এরকম ভিডিও করতে হবে সেটা কখনো ভাবিনি। তার কথায়, ‘আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।

একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।’ উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।