January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 7:44 pm

শাবনূর এলেন ইউটিউব-ফেসবুক ও ইনস্টায়

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী শাবনূর এখন আর অভিনয়ে নেই। তবে দর্শকদের কাছে তার ইমেজ রয়েছে আগের মতই। মূলত দর্শকদের ধরাছোঁয়ার বাইরে বলেই তাদের কাছে শাবনূরের জনপ্রিয়তা আগের মতোই। তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই যেনো। সেই শাবনূর আর নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে পারলেন না। ফেসবুকে খুললেন পেজ, ইউটিউবে খুললেন চ্যানেল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর যে সরব হচ্ছেন তা এর আগেও বার বার ইঙ্গিত দিয়েছেন। সে সময় শাবনূর বলতেন, দর্শকদের কাছাকাছি থাকার জন্যই এ মাধ্যমেগুলোতে আসবেন তিনি। এবার এলেন সত্যি সত্যিই। শাবনূর বলেন, ‘আমি কিন্তু হুট করেই ইউটিউবে চ্যানেল খুলিনি। এটা আমার অনেক দিনের প্ল্যান। অবশেষে তা করা হলো। আগেই অফিশিয়াল ফেসবুক পেজ করেছি। ইনস্টাগ্রামেও সক্রিয় আছি। এত দিনে এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আপডেট জানতে চাইতেন। এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।’ নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে থাকছেন না তিনি। দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন।