জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে থানা প্রাঙ্গণে ঐ সভা অনুষ্ঠিত হয়। সড়ক আইন ও দূর্ঘটনার প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে ও এসআই সাইফুল মালেকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ, জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক সুজন রেজা। সভায় উপজেলার সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের প্রায় দুই শতাধিক মালিক, চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন জনগণ মেনে নেবে না জামায়াত : ডা: শফিক
সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশন
রংপুর চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ