চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার সুবেত চন্দ্র দাস (৪০) মহারাজপুর নতুনপাড়া এলাকার মৃত যুগল চন্দ্র দাসের ছেলে।
বুধবার বিকালে জেলার সদর উপজেলার মহারাজপুর মেলারমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার রাতে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মহারাজপুর মেলারমোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় ১ হাজার ৩৮০টি ইয়াবা ট্যাবলেটসহ সুবেৎ চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫