লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা(২৬) নামে এক মাস্টার্সের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈলমারি এলাকার আনোয়ার মাস্টারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটো রিকশায় নিহত সোহেল রানাসহ দুই শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য লালমনিরহাটের যাচ্ছিলেন। পরে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় তাদের অটোর সঙ্গে একটি কাবার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে সোহেল রানার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ড্রাইভার আব্দুস সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যান ও অটো রিক্সার সরাসরি সংঘর্ষে মাস্টার্সের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির