ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির মাধ্যমে বিক্রির জন্য এক কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে প্রস্তাবগুলো পেশ করে।
প্রস্তাব অনুযায়ী, সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে খোলা দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি। এতে প্রতি লিটারে খরচ হবে ১৬৫ দশমিক ২৫ টাকা।
টিসিবি নাবিল নব ফুড লিমিটেড থেকে প্রতি কেজি ১০৩ দশমিক ০৯ টাকা দরে ৮৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো