জাতিসংঘ বলেছে, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের একজন বন্ধু এবং তিনি উন্নয়নমূলক যেসব কাজ করছেন তার জন্য আজ সমালোচিত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘প্রফেসর ইউনূস তার কর্মজীবনের কারণে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু।’
তিনি বলেন, অধ্যাপক ইউনূসের মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চলছে।
তিনি বলেন,‘ বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বচ্ছ। অত্যন্ত স্বচ্ছভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিচার চলছে।’ তিনি আরও বলেন, তার জামিন পাওয়ার বিষয়টিই প্রমাণ করে বিচার অত্যন্ত স্বচ্ছভাবে চলছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের সংগঠনের বঞ্চিত কর্মীরা তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেছে, সরকার এতে কোনো পক্ষ নয়।
এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন, তারা এ বিষয়ে অটল এবং ‘শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করার’ কারণে যাদের আটক করা হয়েছে তাদের সবার মুক্তির আহ্বান অব্যাহত রেখেছেন তারা।
—-ইউএনবি
আরও পড়ুন
হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআইয়ের নতুন হেডঅফিস, দায়িত্বে পুতুল
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০
নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের