গাজীপুরের মনিপুরে আগুনে পুড়ে গেছে ৩টি ঝুটের গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত (৩ মার্চ) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় রাত সোয়া ২টার দিকে একটি ঝুট গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরও দুটি গোডাউনে।
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নির্বাপনের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আসে।
এ সময় আগুনে পুড়ে যায় ৩টি ঝুটের গোডাউনের মালামাল। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের