অনলাইন ডেস্ক :
সদ্য বিপিএল শেষ করে ভাগ্যক্রমে জাতীয় দলে ডাক পেয়ে বাজিমাত করেছেন জাকের আলি অনিক। গেল সোমবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বল খেলে ৬৮ রান আসে জাকেরের ব্যাট থাকে। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার কারণে নিজের আক্ষেপে কথা জানিয়েছেন এই ক্রিকেটার। তবে ম্যাচ জিততে না পারলেও এদিন কোটি ক্রিকেট ভক্ত বাঙালির হৃদয় জিতেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েন সিলেটের এই ক্রিকেটার। এমন দুর্দান্ত ইনিংসের জন্য জাকেরকে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মিরাজ। তাই বিভিন্ন স্থানে সময় দিচ্ছেন তিনি।
এমন সূচিতেই গত মঙ্গলবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই কথা বলেছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। বলেন, ‘ম্যাচটা জিততে পারলে অবশ্যই ভালো লাগত। যদি অনিক (জাকের) ম্যাচটা জেতাতে পারত, তাহলে আরও ভালো লাগত।’ এছাড়া জাকেরের বিধ্বংসী ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘জাকের অসাধারণ খেলেছে। আমি মনে করি ওটা তার প্রাপ্য। কারণ সে ঘরোয়া ক্রিকেটে এবং বিপিএলের শেষ দুই-তিন বছর ধরে অনেক ভালো খেলেছে, এ বছরও অনেক ভালো খেলেছে। এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হবে।
এরকম একটা ইনিংস, যেটা সবাই দেখেছে। অনেক চাপের ম্যাচ ছিল, অভিষেক ম্যাচ ছিল। এমন ইনিংস খেলা সহজ ছিল না। ও দুই-তিন বছর ধরে টানা খেলেছে, টানা পারফর্ম করেছে এবং সে একই পজিশনে খেলেছে। তাই সেই পরিস্থিতি কীভাবে চাপ নিয়ে খেলতে হয়, সে সেটা জানে। হয়তো সেটারই একটা প্রতিফলন দেখিয়েছে শেষ ম্যাচে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর