নকশা বর্হিভূতভাবে নির্মাণ করা ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩টি ভবনের নকশা বর্হিভূত অংশ ভেঙে ফেলে কেডিএর শ্রমিকরা।
এছাড়া ৪টি ভবনের খেলাপি অংশ লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিজ উদ্যোগে ওই অংশ ভেঙে ফেলতে তাদের দেড় মাসের সময় দেওয়া হয়েছে।
কেডিএ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার অভিযানে মোট ৭টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। অন্য ৪টি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা আরও জানান, অভিযানে পরিবেশ দূষণ করায় খুলনা পাবলিক কলেজের পূর্বদিকে আধাপাকা একটি গবাদিপশুর খামার উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।
কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীনের উপস্থিতিতে উচ্ছেদের কার্যক্রম তদারকি করেন কেডিএ স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা ও অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান।
এ সময় কেডিএ’র ইমারত পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২