সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনালে টাই ব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ।
রবিবার নেপালের কাঠমান্ডুর কাছে ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল।
এই জয় দিয়ে আবারও আঞ্চলিক ফুটবলের মঞ্চে নেপালের মাঠে চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো বাংলাদেশ।
এর আগে ১৯৯৯ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল নেপালের মাটিতে প্রথম সাফ গেমস ফুটবলের মুকুট জিতেছিল। এরপর ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪-এর আঞ্চলিক শিরোপা জয়ের পর ২০২২ সালে সাফ মহিলা ফুটবল শিরোপাও জিতেছিল।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ পিছিয়ে ছিল। ধারাবাহিক ভুল পাস দিয়ে কোনো লক্ষ্য ছাড়াই খেলতে থাকেন বাংলার নারীরা।
এরই সুযোগ নিয়ে ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়ান আনুশকা কুমারী।
ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন এই ভারতীয় ফরোয়ার্ড।
তবে ৭০তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করে টাইব্রেকারে এগিয়ে দেন মরিয়ম বিনতে হান্না।
টাই ব্রেকারে, বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যান, ভারতের পাঁচটি স্পট কিকের মধ্যে তিনটি ব্যর্থ করে দেন তিনি।
পরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন ইয়ারজান বেগম।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের সৌরভি আখন্দ প্রীতি।
এর আগে, গ্রুপ ভিত্তিক ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে, ভারতকে ৩-১ গোলে এবং ভুটানকে ৬-০ গোলে পরাজিত করে, টানা তিন ম্যাচে নয় পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দারুণভাবে ফাইনালে পৌঁছায়।
অন্যদিকে, ভুটানকে ৭-০ ব্যবধানে হারিয়ে, লিগ লিডার বাংলাদেশের বিপক্ষে ১-৩ গোলে হার মেনে স্বাগতিক নেপালকে ১০-০ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা