নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় নারী ও অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শুকাশ ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহতার হলেন- হুসনে আরা, ভ্যানচালক এমরান ও আব্দুল মোমিন। তাদের সবার বাড়ি একই উপজেলার বনকুড়াইল গ্রামে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অটোভ্যানটি শুকাশ ইউনিয়নের আঞ্চলিক সড়কে ফিড কোম্পানির একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী ও অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হন।
ওসি আরও জানান, এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে ভাঙচুর করেন এবং একই প্রতিষ্ঠানের আরও তিনটি ট্রাক আটকে রাখে। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
—–ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল