এপি, সিডনি :
সোমবার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী চিলির একটি উড়োজাহাজে ‘যাত্রিক ত্রুটির’ কারণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এয়ারলাইন্সের কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটির বিষয়কে ‘জোরালো আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।
লাতাম এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজে ‘জোরালো আন্দোলনের’ সৃষ্টি হয়।
তবে কী ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ফ্লাইটটি অকল্যান্ডে অবতরণ করলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের একজন জানান, ৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যাদের অধিকাংশই কম আঘাত পেয়েছেন। ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
যাত্রীরা জানান, ফ্লাইটটি (এলএ ৮০০) হঠাৎ অবতরণ করার সময় অনেকেই সিটবেল্ট পরেননি।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি পূর্ব নির্ধারিত সময়ে অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে এবং চিলির সান্তিয়াগোতে যাওয়ার কথা ছিল।
এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, লাতাম এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তার অপারেশনাল স্ট্যান্ডার্ডের কাঠামোর মধ্যে অগ্রাধিকার হিসেবে সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
আবারও ‘বাংলাদেশি’ সন্দেহে নাগরিকত্ব হারানোর ভয়ে আসামের হাজারো পরিবার