গত বছর ৩৯ লাখ ৯৮ হাজার হেক্টর ভূমিতে সবুজায়নে পদক্ষেপ নিয়েছে চীন। মঙ্গলবার (১২ মার্চ) সরকারি তথ্য থেকে এসব জানা গেছে।
ন্যাশনাল গ্রিনিং কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের চেয়ে গত বছর দেশটিতে বেশি পরিমাণ ভূমিতে বনায়ন হয়েছে। এ সময় ৩৮ লাখ ৩০ হাজার হেক্টর ভূমিতে বনায়ন করেছে দেশটি। ২০২৩ সালে, দেশটি ৪৩ লাখ ৭৯ হাজার হেক্টর তৃণভূমি পুনরুদ্ধার করেছে এবং ১৯ লাখ ৫ হাজার হেক্টর বালু মাটির ভূমি ও পাথরযুক্ত জমি শোধন করেছে।
চীনে মঙ্গলবার ৪৬তম জাতীয় বৃক্ষরোপণ দিবস পালিত হচ্ছে।
—–ইউএনবি
আরও পড়ুন
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ী ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল