January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 13th, 2024, 8:01 pm

হুমকি পেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া: পুতিন

এপি, রাশিয়া :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয়তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকির কারণ হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র এমন কোনো উত্তেজনা এড়াতে পারবে যা পরমাণু যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার পরমাণু বাহিনী এর জন্য প্রস্তুত রয়েছে।

ইউক্রেনে কখনো যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, এর কোনো প্রয়োজন নেই।

তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, মস্কো ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং আলোচনার জন্য দরজা খোলা রাখবে এবং যে কোনো চুক্তির জন্য পশ্চিমাদের কাছ থেকে দৃঢ় নিশ্চয়তার প্রয়োজন হবে।