কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এতে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন জানান, ট্রেনের ইঞ্জিনের পরের ৯টি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে পাহাড়তলী, লাকসাম ও আখাউড়া থেকে তিনটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
—–ইউএনবি

আরও পড়ুন
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
জয়পুরহাটে বৃষ্টির পানি মত ঝড়ছে কুয়াশার জনজীবন স্থবির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন