অনলাইন ডেস্ক :
ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা লড়াইয়ে গতবারের ফাইনালেরই যেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভ। এটিপি ট্যুরের এই টুর্নামেন্টের গত আসরে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাস। রুশ তারকার সামনে এবার তাই প্রতিশোধের সুযোগ। ফাইনালের আগে দুইজনই বেশ ভালো ছন্দে আছেন।
অবশ্য সেমি-ফাইনালে উভয়কেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। নিজ নিজ ম্যাচে দুজনেই প্রথম সেট হেরে বসে, এরপর ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকেট কাটে তারা। শিরোপাধারী আলকারাস ১-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ইয়ানিক সিনারকে। আর মেদভেদেভ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টমি পলকে, ১-৬, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। স্প্যানিশ তারকা আলকারাস এখানে টানা দ্বিতীয় আর চতুর্থ বাছাই মেদভেদেভ প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোববার মুখোমুখি হবেন।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’