January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 18th, 2024, 8:11 pm

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নগরীর বায়েজিদ বোস্তামী আমিন কলোনি জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।

সোমবার দুপুরে র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার এসব তথ্য জানান।

এর আগে রবিবার (১৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ হোসেন (৩০), মো. সাগর (২৪), মো. সুমন (৩০), মো. কামরুল (২৪) ও ইয়াছিন মিয়া (১৯)।

নুরুল আবছার বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামীর আমিন কলোনি জুট মিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি লোহার ছুরি, দুটি ফোল্ডিং ছুরি এবং একটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করছেন। ডাকাতির উদ্দেশ্যে আমিন কলোনি জুট মিল এলাকায় একত্রিত হয়েছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৯টি মামলার তথ্য পাওয়া যায়।

আসামি ও উদ্ধার করা আলামত বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

—–ইউএনবি