গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও একজন সোমবার সন্ধ্যায় মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন তাওহিদের (৭) মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসেন ইমাম।
তিনি বলেন, তাওহিদের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। এর আগে শনিবার তার ছোট বোন তৈয়বা (৪) মারা যায়।
হোসেন ইমাম বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭ জন।
উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।
—-ইউএনবি
আরও পড়ুন
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন