Thursday, March 21st, 2024, 7:35 pm

সাভারে ডাকাতি, হাত-পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

সাভারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছেন।

বৃহস্পতিবার (২১) ভোররাতে সাভার পৌর এলাকার মধ্যে রাজাশন এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়িটির সদস্যরা জানান, ভোররাতে দোতলা বাড়ির ছাদের গেট দিয়ে ৬ জন পুরুষ ও ১ জন নারী প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান তারা।

পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

—–ইউএনবি