অবৈধভাবে ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ড প্রদান করেন।
কারাদণ্ড পাওয়া দুই যুবক হলেন- জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আলী আহমদের ছেলে শাহিন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ইমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি প্রভাবশালী চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার দিয়ে জমিতে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে অভিযান চালিয়ে ইমন ও শাহিনকে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় একটি ভেকু মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
—–ইউএনবি
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা
এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা