January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:12 pm

২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল প্রবাসীর লাশ

মৃত্যুর ২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের প্রবাসী আবু বক্করের লাশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার লাশ। পরে নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

আবু বক্কর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মণ্ডলের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর, তারপর ওমান থেকে যান দুবাইয়ে। এভাবে কয়েক দফায় দেশ বদলের পর অবৈধ পথে যান ইতালিতে। প্রায় তিন বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই মৃত্যুবরণ করেন।

আবু বক্করের বাবা সওদার বলেন, আমার ছেলে দীর্ঘ ১৪ বছর আগে বিদেশে যায়। একটি ফার্মে কাজ করতেন। গত ১ মার্চ সকাল ৮টার দিকে ওই দেশে থাকা ছেলের বাংলাদেশি সহকর্মীরা ফোন করে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। ছেলের মুখটি দেখার জন্য দীর্ঘ ২০ দিন আমরা অপেক্ষায় ছিলাম। ছেলের মুখটি দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া।

—–ইউএনবি