নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের গাউছিয়া মার্কেটের পাশে পুরাতন বাজারে (কাচা বাজার) শনিবার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ৩টা ৩৫ মিনিটে কাচা বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (ইনসিডেন্ট কমান্ডার) সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় হার্ডওয়্যার, টায়ার-টিউব ও সবজির কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মানুষের উপচেপড়া ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের হিমশিম খেতে হয়েছে।
—–ইউএনবি

আরও পড়ুন
বাসর রাতে কনে মুখ ধোয়ার পরই চমকে ওঠেন বর, অভিযোগ গড়াল আদালতে
বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে সুযোগ পাবে স্কটল্যান্ড
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক