January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 17th, 2021, 8:04 pm

সৌদিতে করোনা বিধিনিষেধ না মানলে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

অনলাইন ডেস্ক :

করোনার বিধিনিষেধ না মানলে ১০ হাজার রিয়াল বা দুই লাখ ২৭ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, সামাজিক দূরত্ব এবং জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপার মতো বিধিনিষেধ না মানলে সেটি করোনা ঠেকাতে সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘনের মধ্যে পড়বে। যারা প্রথমে এ নিয়ম মানবে না তাদেরকে এক হাজার রিয়াল জরিমানা করা হবে। পরবর্তীতে এই জরিমানা দ্বিগুণ করা হবে। এই জরিমানা সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত করা হতে পারে। সৌদি আরবে এখন বিভিন্ন দেশের প্রায় এক কোটি প্রবাসী কর্মী রয়েছেন। তার মধ্যে একটি বড় অংশ বাংলাদেশি। এ ছাড়া বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ ওমরাহ এবং হজ পালনের জন্য সৌদি আরবে যান। তবে করোনার জন্য গত দুই বছর হজ পালন করতে পারেননি বাংলাদেশিরা। তবে এ বছর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।