কক্সবাজার শহরে নিজ ঘর থেকে রিনা আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় ঘটনাটি ঘটে।
রিনা আক্তার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবু নাছের ওসমানির স্ত্রী।
যে বাড়িতে খুন হয়েছে সেটি তাদের নিজস্ব ভবন। তিনতলা বিশিষ্ট এই ভবনের দুইতলায় থাকেন তারা।
নিহতের স্বামী বলেন, তিনি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে ছিলেন। পরে বাড়িতে এসে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ খাটের উপর পড়ে রয়েছে।
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বাড়ি লুট করার পর ওই নারীকে জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
তিনি পুলিশকে প্রকৃত ঘটনা বের করার দাবী জানান।
এদিকে এই ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ওসমানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
এছাড়াও বাড়ির কেয়ারটেকার এবং দুই তলার আরেকটি ফ্ল্যাটে ভাড়া থাকা এক রোহিঙ্গা নারীকেও হেফাজতে নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যে দা দিয়ে জবাই করা হয়েছে সেটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্তে বিস্তারিত উঠে আসবে বলে জানান তিনি।
—–ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন