চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌকায় ইঞ্জিন বিস্ফোরণে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান, এমরাম ও মাসুদ আকাশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কোস্টারের জাহাজ ‘প্রমত্ত’ আগুন নিভিয়েছে।
এর মধ্যে মাসুদকে প্রাথমিক চিৎিসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান ও এমরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম আশিক জানান, দুপুরে কর্ণফুলী নদীতে ফিশিং বোটে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২