চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌকায় ইঞ্জিন বিস্ফোরণে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান, এমরাম ও মাসুদ আকাশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কোস্টারের জাহাজ ‘প্রমত্ত’ আগুন নিভিয়েছে।
এর মধ্যে মাসুদকে প্রাথমিক চিৎিসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জামাল উদ্দিন, মাহমুদুল করিম, মফিজুর রহমান ও এমরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম আশিক জানান, দুপুরে কর্ণফুলী নদীতে ফিশিং বোটে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
—–ইউএনবি

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড