বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে মনোর উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে জব্দ করা হয়।
গ্রেপ্তার মনোর উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, এক যুবক ইজিবাইকে করে স্বর্ণের চালান নিয়ে ভারতের উদ্দেশে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির একটি দল সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলে, এই ব্যাপারে বিজিবির সন্দেহ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ স্ক্যানিং করালে তার পায়ুপথে ৬টি স্বর্ণের বারের উপস্থিতি সম্পর্কে জানা যায়।
পরে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫