খুলনায় নকল আইসক্রিম তৈরি করে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের কারণে দুই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) দুপুরে ভোক্তা অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এই অভিযান চালান।
অভিযানে নকল রোবো ললি তৈরি ও বিক্রি করার অপরাধে আইসক্রিম কারখানার মালিক সাজুকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে ভূঁইয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোহাম্মদ সেলিম বলেন, অনুমোদনহীন ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি হচ্ছিল। এ সময় ৫০০ প্যাকেট নকল রোবো আইসক্রিম জব্দ করা হয়। এছাড়া মেঝেতে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করায় সেমাই কারখানার মালিককে জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও ক্যাব প্রতিনিধি জেড এন সুমন উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন