ঢাকার সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিস।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে সকালে বেড়াইদ এলাকায় জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিসকে পিটিয়ে গুরুতর আহত করে জাকির গং ও তার লোকজনেরা। এ সময় তারা লাঠি-সোটা দিয়ে একটি অফিসও ভাঙচুর করেন।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের