পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ছুটি শেষে ১৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একটানা ৭ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ১৫ এপ্রিল সকাল থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
ভোটে কখনো হারেননি খালেদা জিয়া, সংসদীয় রাজনীতিতে অনন্য রেকর্ড
বেগম খালেদা জিয়া যেভাবে হয়ে ওঠেন ‘আপসহীন’
খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে শোকবই, রাষ্ট্রদূতদের স্বাক্ষর