হবিগঞ্জের মাধবপুরে ৩১ কেজি গাজা বহন করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাশরিফ বাউরি উপজেলার জগদীশপুর চা বাগানের বাউরি টিলার মৃত রমেশ বাউরির ছেলে।
রাতে পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাশরিফ বাউরিকে আটক করে। তবে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন।
পরে ঘটনাস্থল থেকে ৩১ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫