খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে ১টার দিকে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
রুপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মো. নুরুল ইসলাম শেখ জানান, মোংলা বন্দর থেকে সার ভর্তি করে এম ভি থ্রি লাইট-১ কার্গো নওয়াপাড়ায় যাচ্ছিল। খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, এই কার্গোতে জাহাজের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না: মার্কিন দূতকে সিইসি
ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তি হবে: চিফ প্রসিকিউটর
সাজানো নির্বাচনে দেশপ্রেমিক দল অংশ নেবে না: মিয়া গোলাম পরওয়ার